এম,এ,মান্নান, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নতুন বছর গ্রহন করার জন্য বাংলাদেশ সহ গোটা বিশ্ব আজ তাদের সর্বোচ্চ বিলিয়ে দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ইংরেজি নববর্য ২০২৫ পালনে ব্যস্ত।বাড়িতে বাড়িতে বিভিন্ন রকমের ভালো খাবার গোটা বাড়ি আলোকসজ্জা ও সাউন্ড সার্ভিস এর মাধ্যমে এলাকাকে শব্দ দূষন করছেন।পাশের বাড়িতে তিন দিন চুলা জ্বলেনি এ খোজ টা ও করেন না এটাই কি মনুষ্যত্ব কে কি ভাবে জীবন যাপন করছেন সেটা দেখার টাইম মেলে না কিন্তু নিজের উৎসব করতেই হবে।
ইসলামি গ্রন্থ মতে হযরত ওমর (রাঃ) সময় থেকে খ্রিষ্টাব্দ সাল গনণা শুরু হয়।যেভাবে বাংলাদেশ সহ গোটা বিশ্ব যেভাবে উৎসব উদ্দিপনার মধ্য দিয়ে ইংরেজি নববর্ষ পালন করে আসছেন কই আপনারা আরবী নববর্ষ কোন দিনই পালন করলেন না।যিনি আপনাকে সাল গনণা শুরু করে দিলেন তিনি একজন ইসলামের দ্বিতীয় খলিফা।
এমনও পরিবার আছে যদের দুবেলা দুমুঠো ভাত যোগাড় করা কঠিন হয়ে পড়ে তারাও আজ আপনাদের দিক দেখে নববর্ষ পালন করার জন্য জিদ করে বসেন নিজে বুঝলেও তো ছেলেমেয়েদেরকে বুঝানো যায় না।বায়না ধরে আমাকে নববর্ষের জামা,গেন্জি কিনে দাও আবার বায়না ধরে সবাই বনভোজন করছে আমিও তাদের সাথে বনভোজন করব।কিন্তু সেই ছেলে-মেয়ে জানে না যে বাবার কত কষ্ট হয় এই সংসার নামক খাঁচাটি পরিচালনা করতে।
আল্লাহর দিন সবই সমান তাই নববর্ষ পালন করা এটা অযথা খরচ ছাড়া কিছুই নয়।তাই আমরা সবাই হাতে হাত মিলিয়ে অনভব্যয় খরচ থেকে বিরত থেকে আমাদের দেশে অনেক ক্ষুধাগ্রস্থ সংসার আছে যাদের পাশে দাড়িয়ে এই সোনার বাংলাদেশ কে সুখী সমৃদ্ধ দেশ গড়ি।এ হোক আমাদের নববর্ষ ২০২৫ এর অঙ্গিকার।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news