সামিরুজ্জামান সামির বিশেষ প্রতিনিধি
“নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ^ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ৯ ডিসেম্বর,২০২৪ সোমবার সকাল ১১ ঘটিকায় ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা পরিষদে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এর আয়োজনে ঈজঊঅ (ক্রিয়া) প্রকল্পের এর আওতায় আন্তজার্তিক নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ—২০২৪ উদযাপন হয়েছে । সভায় প্রধান অতিথি ছিলেন বোরহানউদ্দিন উপজেলার উপজেলা নিবার্হী অফিসার জনাব মোঃ রায়হান—উজ্জামান,
জিজেইউএস এর ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী পৃষ্টিবিদ বাবুল আখতার এর সভাপতিত্বে র্যালি, মেয়েদের সাইকেল রেস ও আলোচনা আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার্ চামেলী বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা পযার্য়ের বিভিন্ন বিভাগের কর্মকতার্বৃন্দ, ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন গ্রুপের প্রতিনিধি, প্রকল্পের বিভিন্ন গ্রুপের সদস্যবৃন্দ ও অত্র এলাকার কিশোর, কিশোরী,যুবক—যুবতী,নারী—পুরুষসহ সর্বস্তরের জনগণ ।
উপস্থিত বক্তারা বলেন, সমাজে পুরুষের প্রাধান্য, নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি, নারীর মতামতকে কম গুরুত্ব দেয়া,আইন প্রয়োগে পুরুষতান্ত্রিক মানসিকতা,বাল্যবিয়ে,যৌতুক,বহুবিয়ে,নারীর পরনির্ভরশীলতা ও মাদকাসক্ত এর কারণে নারী নিয়ার্তন বা নারীর প্রতি সহিংসতা বাড়ে ।
নারীকে শিক্ষিত করা, নারীর ভয়েজ রেইস করা, নারীর কাজের মূল্যায়ন করা, নারীর অধিকারগুলো বলা,আমাদের সমাজের ৫০% নারী তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করা, বিভিন্ন প্রশিক্ষণ দেয়া,ধর্মীয় শিক্ষা বিশেষ করে নৈতিকতা ও মূল্যবোধ ঠিক রাখা এবং আইনি সহায়তা বিশেষ করে জাতীয় হেল্প লাইন ১০৯ (টোল ফ্রি) নম্বরে ফোন দিয়ে সহায়তা চাওয়া ইত্যাদির মাধ্যমে নারী নিযার্তন বা নারীর প্রতি সহিংসতা কমানো সম্ভব । এছাড়া কিশোরীদের মানসিক ও শারীরিক বিকাশে সাইকেল রেস প্রতিযোগিতা কিশোরীদের মধ্যে আত্মবিশ্বাস ও ক্রীড়া সচেতনতা বৃদ্ধি করবে এবং স্থানীয় পর্যায়ে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news