তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ই নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার।
ওসি জানান কুলাউড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুলাউড়ায় হামলা ও মারধরের ঘটনায় রুমেলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার বাড্ডা থানা এলাকার একটি বাসা থেকে বাড্ডা থানাপুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গত ৫ই আগস্টের পর থেকে রুমেল আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের পর ঢাকা থেকে কুলাউড়ায় আনা হচ্ছে। পলাতক অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে সকল অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news