মীযান মুহাম্মদ হাসান,নিজস্ব প্রতিবেদক
গণপ্রজাতন্রী বাংলাদেশে সরকারের প্রধান ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আজ ওআইসি পরিচালিত আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমীর মহাসচিব ড. কুতুব মোস্তফা সানুর আমন্ত্রণে আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমীর জেদ্দাস্থ কেন্দ্রীয় দফতর পরিদর্শন করেন। এ সময় তিনি তাঁর সাথে দ্বিপাক্ষিক এক বৈঠক করেন।
সাক্ষাতে মহাসচিব বলেন, এ পর্যন্ত মুসলিম বিশ্বের ২৫৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে ৫৭টি মুসলিম দেশের মুফতিগণ তাঁদের সর্বসম্মত অভিমত জ্ঞাপন করেন। তিনি বলেন, আমরা হানাফী, মালেকী, শাফেয়ী ও হাম্বলী চিন্তাধারার স্কলারদের সম্মান প্রদর্শন করে থাকি।
মহাসচিব বাংলাদেশে ইসলামী ফিকহের বিকাশধারায় ইসলামিক স্কলারদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
পরে মহাসচিব ড. খালিদকে ফটো গ্যালারী ঘুরে ফিরে দেখান। ধর্ম উপদেষ্টার -ব্যক্তিগত সহকারী ফেসবুক পেজে এ বিষয়ে নিশ্চিত করেছেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news