জাবেদ হোসাইন, হাটহাজারী
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১দিনেই নরমাল ডেলিভারীর মাধ্যমে ৮নবজাতক জন্মগ্রহণ করেছেন। নিশ্চয়ই চিকিৎসক, নার্স, আয়া ও সংশ্লিষ্টজনদের নিবিড় পরিচর্যা বলেই সম্ভব হয়েছে এমনটি।
এমন খুশির মূহুর্তটি স্মরণীয় করে রাখতে আজ মঙ্গলবার ২১ আগস্ট ২০২৪ নবজাতকের স্বজন এবং সেবাপ্রদানকারীদের নিয়ে ফটোসেশানে অংশ নেন জানিয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা বলেন- 'সবার আন্তরিক সহযোগিতা রয়েছে বলেই এমনটি সম্ভব হচ্ছে, হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় দিনই এমন সেবা দিয়ে থাকি আমরা। সৃষ্টি কর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই। হাটহাজারীর পরিবেশ সুন্দর স্বাভাবিক রাখার জন্য এবং হাটহাজারীতে সেবা নেয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ' যোগ করেন ডাঃ রশ্মি চাকমা।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news