বরগুনা জেলা প্রতিনিধি
গতকাল ২০ আগস্ট বরিশাল সাইবার ট্রাইব্যাল আদালতে ৩১ জনকে আসামী করে মামলা দায়ের করেন বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আবু আব্দুল্লার ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক।
মামলা সুত্রে জানা যায়, বাদীর বিভিন্ন গাড়ির ব্যবসা ও দোকান পাট লুটপাট করেন বিবাদীরা এবং গত ১২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোন আলাপের মাধ্যমে দেশে অরাজকতা সৃস্টি করার পায়তারা চালাচ্ছিলো যেটা রাষ্ট্রদোহীর সামিল।
এই মামলায় আসামী করা হয়েছে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, সহ সভাপতি মোতালেব মৃধা, সদর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক অ্যাড. শাহ মোহাম্মদ ওয়ালি উল্লাহ অলি, জেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু,জুনাইদ জুয়েল,জুবায়ের আদনান অনিক,সুনাম দেবনাথ, আক্তারুজ্জান রকিব,মুরাদ, শাওন তালুকদার,রানা তালুকদার,হুমায়ুন কবির,জামাল কমিশনার,বেতাগী উপজেলা আওয়ামীলীগ সভাপতি কবির হোসেন,জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা,কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান প্রমুখ।
বিবাদীদের অনেকের সাথে কথা বলে যানা যায় যে,দেশের এই গনঅভ্যুত্থানে কিছু লোক ব্যক্তিগত জীবনের কিছু কিছু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফায়দা লোটার চিন্তা করছে এবং এই মামলার বাদী যে বর্ননা দিয়েছে তা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট, যদি সঠিক তদন্ত হয় তাতেই সব বেরিয়ে আসবে।
বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা বরগুনা সদর থানাকে তদন্তপূর্বক প্রতিবেদন আগামী ৯ অক্টোবর -২০২৪ তারিখ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news