ডেস্ক রিপোর্ট
হাইকোর্টের নির্দেশে অবিলম্বে এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
এবং এর আগে, গত ১৫ আগস্ট দলটির নিবন্ধন সংক্রান্ত এক রিটের চূড়ান্ত শুনানি শেষে আদালত সোমবারের জন্য রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন। ২০২৩ সালের ২৪ জুলাই, এবি পার্টির নিবন্ধন আবেদন খারিজ করে ইসি একটি চিঠি জারি করেছিল। এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে দলের আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী ২৩ আগস্ট রিট দায়ের করেন। এরপর, ৩১ আগস্ট হাইকোর্ট এবি পার্টিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।
এই রায়ের পর নির্বাচন কমিশনকে দলটির নিবন্ধন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। হাইকোর্টের এই নির্দেশে এবি পার্টি এখন আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে তাদের কার্যক্রম শুরু করতে সক্ষম হবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news