ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ (সোমবার) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এ নির্দেশের প্রেক্ষাপট হিসেবে গত ১৪ আগস্ট সময় টিভির এমডি ও সিইও পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করা হয়। আদালতে সিটি গ্রুপের পক্ষে মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করীম এবং আহমেদ জোবায়েরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন।
গণমাধ্যমের সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট গুলশানের সিটি হাউজে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের এক সভায় আহমেদ জোবায়েরকে এমডি ও সিইও পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় শম্পা রহমানকে নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় আহমেদ জোবায়ের হাইকোর্টের কোম্পানি বেঞ্চে আবেদন করেন। হাইকোর্টের রায়ে সময় টিভির সম্প্রচার এক সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, যা বাংলাদেশের টেলিভিশন সম্প্রচারের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা।
উল্লেখ্য, সময় টেলিভিশন ২০১১ সালের ১৭ এপ্রিল বাণিজ্যিক সম্প্রচারে আসে। সম্প্রতি মালিকানা নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব ও সময় মিডিয়া লিমিটেডে সিটি গ্রুপের বড় আকারের বিনিয়োগের ফলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সময় টিভিতে ৬৫ কোটি টাকা বিনিয়োগের পর সিটি গ্রুপের কাছে ৭৫ শতাংশ শেয়ার স্থানান্তরিত হয়, তবে ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ রয়ে যায় জোবায়েরের হাতে।
এই ঘটনা দেশের গণমাধ্যম ও ব্যবসায়ী মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। সময় টিভির সম্প্রচার বন্ধের এই সিদ্ধান্ত দেশের গণমাধ্যমের স্বাধীনতার ওপর একটি বড় আঘাত হিসেবে বিবেচিত হতে পারে বলে মনে করছেন অনেকেই।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news