ভোলা প্রতিনিধি
ভোলার দৌলতখান উপজেলার চর মদনপুর ইউনিয়নে রাতের আধারে দুই মহিষ রাখালকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। পরে মহিষ কেল্লা ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে মহিষ কেল্লাটি সম্পূণ রুপে পুড়ে ছাই হয়ে যায়।
এসময় আগুন দেখতে পেয়ে অন্য মহিষ কেল্লার লোকজন এসে মহিষগুলোকে বাচাতে পারলেও পারেনি মহিষ থাকার কেল্লাটি বাচাতে। পরে আহত রাখালদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। আহত রাখালরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
আহত রাখাল ফয়সাল জানান আমি চর মদনপুরে ভোলা শাহরের আদর্শ দধি ভান্ডারের মালিক আবদুল হাই ও আলমগীর মহরির মহিষের রাখাল হিসেবে কমরত আছি। গত ৯ আগষ্ট ২০২৪ইং তারিখ রাত ১টার দিকে হঠাৎ করে মুখে কালো কাপর বাধা ৬/৭ জন সন্ত্রাসী এসে আমাদেরকে এলোপাথারি ছুরিদিয়ে কোপাতে থাকে। এরপরে কি হয়েছে তা আমি আর বলতে পারিনা। হাসপাতালে জ্ঞান ফেরার পরে আমি শুনতে পাই আমার কিল্লাটি পুরে শেষ হয়ে গেছে।
মদনপুরের চরগুলোতে এখন আতঙ্ক চলছে বলে জানান মহিষ মালিক ও রাখালরা। তারা আরো জানান, আমাদের মহিষতো দূরের কথা রাখালরা ও এখন নিরাপদ নয়। এনিয়ে চিন্তিত মদনপুরের চরের মহিষ মালিকরা।
এ ব্যাপারে ভোলা সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান মহিষ মালিকগন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news