ভোলা প্রতিনিধি
ভোলার পুর্ব ইলিশায় প্রতিবন্ধি ব্যাক্তিদের মাঝে সুবর্ন নাগরিক কার্ড বিতরন করা হয়েছে।
আজ দুপুরে ইলিশা জংশন বাজার সোনাডুগি গ্রামীন জন উন্নয়ন সংস্থার শাখা কর্যালয়ে বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রতিবন্ধি সনাক্ত করন ক্যাম্পেইনে প্রতিবন্ধি সনাক্ত করে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় কার্ডগুলো বিতরন করা হয়।
বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার উপ পরিচালক মোঃ আবু বকর তানভির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কারিগরি কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, সহকারি কারিগরি কর্মকর্তা (পুস্টি) জাহিদ হাসান, গ্রামীন জন উন্নয়ন সংস্থার ইলিশা শাখার হিসাব রক্ষক সঞ্চিতা পাল।
অনুষ্ঠানে দৃস্টি, শারিরিক, ও বুদ্ধি প্রতিবন্ধি ২৪ জনকে সুবর্ন নাগরিক কার্ড তিরন করা হয়। গ্রামীন জন উন্নয়ন সংস্থার প্রকল্পের কর্মকর্তা ও সমাজসেবা কার্যালয়ের সমন্বয়ের মাধ্যমে কার্ড বিতরন করা হয়েছে।
উল্লেখ্য পিপিইপিপি-ইইউ প্রকল্পটি বাস্তবায়ন করছে গ্রামীন জন উন্নয়ন সংস্থা, জিজেইউএস।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news