গোপাল হালদার, রিপোর্টার
নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করে জীবন্ত প্রাণী নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায়ার অভিযোগে এক চেয়ারম্যান প্রার্থীকে পুলিশি হাফাজতে নেওয়া হয়েছে।
এর আগে আজ শুক্রবার বেলা সাড়ে ৩ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম ওই প্রার্থীকে ৪০ হাজার টাকার অর্থ দন্ডাদেশ দেন। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। নিজের ভুল শিকার না করায় এবং জরিমানা দিতে অস্বীকার করায় তাকে পুলিশি হেফাজতে নেওয়া ওই প্রার্থীর নাম ফয়সাল দিদার দিপু। তিনি জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক। ফয়সাল সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানা যায়, উল্লেখিত সময়ে শহীদ তুলসীরাম সড়কে ফয়সাল দিদার দিপু ঘোড়ার গাড়ীতে করে প্রচারণায় অংশ নেন। এ সময় সেখানে উপস্থিত হন ভ্রাম্যমান আদালতের একটি টিম। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে তার ৪০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে এক মাসের কারাদন্ড দেন। এ আদেশের পর তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এদিকে এ খবর ছড়িয়ে পড়েলে ফয়সালের কর্মী-সমর্থকরা সৈয়দপুর থানার সামনে সমবেত হয়ে তার মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম আমিনুল ইসলাম বলেন, সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী ফয়সাল দিদার দিপু জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনে প্রচারণায় অংশ নেন। ২০১৬ সালের নির্বাচনী আচারণ বিধি অনুসারে জীবন্ত প্রাণী নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর অপরাধে তাকে ৪০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। নির্বাচনী আচারণ বিধি যাতে কেউ লঙ্ঘন করতে না পারে সেজন্য এ ধরণের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news