ঢাকার জনপ্রিয় গণপরিবহণ মেট্রোরেল জনগণের চাহিদা মেটাতে নতুন কিছু পরিকল্পনা নিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী জুলাই মাস থেকে মেট্রোরেল সপ্তাহের সাতদিনই চলাচল করবে। বর্তমানে শুক্রবার মেট্রোরেল বন্ধ থাকে। তবে ছুটির দিনে যাত্রীদের চাহিদা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, আগামী জুলাই থেকে অন্যান্য দিনের মতোই শুক্রবারেও মেট্রোরেল চলাচল করবে। এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক আগামী কয়েকদিনের মধ্যে একটি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।
মেট্রোরেলে যাত্রী চাপ মোকাবিলার জন্য আরও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। সূত্র জানায়, সকাল ও সন্ধ্যার পিক আওয়ারে দুই ট্রেনের মধ্যবর্তী অপেক্ষা সময় বা হেডওয়ে সময় কমিয়ে আনা হবে। বর্তমানে এই সময় ৮ মিনিট থাকলেও জুন মাস থেকে এটি ৫ মিনিটে নামিয়ে আনা হবে। এতে যাত্রীদের অপেক্ষার সময় কমবে।
সর্বশেষ, যাত্রী চাপ মোকাবিলায় মেট্রোরেলের জনবল বাড়াতে চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। নিয়োগ প্রক্রিয়া শিগগিরই শুরু হবে।
মেট্রোরেলের এসব পদক্ষেপ যাত্রীদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news