বাংলাদেশ রেলওয়ে নতুন পুরাতন কোচ বন্টন ও আধুনিকায়নের মাধ্যমে রেল যাত্রী সেবার উন্নয়নে পদক্ষেপ নিয়েছে। পূর্বাঞ্চলে নতুন কোরিয়ান রেক চালু করা হচ্ছে এবং প্রভাতী/মহানগর গোধূলি ও তূর্ণা এক্সপ্রেস প্রতিস্থাপন করা হবে টাঙ্গুয়ার এক্সপ্রেস নামের নতুন বিরতিহীন ট্রেনটি দিয়ে। ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন রাত্রিকালীন বিরতিহীন ট্রেন 811/812 নং চালু হচ্ছে। মহানগর গোধূলির অবমুক্ত রেক দিয়ে ঢাকা-নোয়াখালী রুটে নতুন সুবর্ণচর এক্সপ্রেস চালু করা হবে।
অপরদিকে, তূর্ণা ও বিজয়ের অবমুক্ত রেক দিয়ে রংপুর, লালমনির, কুড়িগ্রাম, উদয়ন, পাহাড়িকা, কালনী, উপকূল ও মহানগর এক্সপ্রেসের লোড/কোচ সংখ্যা বাড়ানো হবে। তবে এখন চট্টলা, মেঘনা, অগ্নিবীণা, হাওর, যমুনা এক্সপ্রেসের কোন পরিবর্তন হচ্ছে না।
পশ্চিমাঞ্চলে নতুন পাবনা এক্সপ্রেস ৮০৭/৮০৮ নং ও বুড়িমারী এক্সপ্রেস ৮০৯/৮১০ নং চালু হচ্ছে। রুপসা, সীমান্ত ও সাগরদাঁড়ি এক্সপ্রেসের অবমুক্ত কোচ দিয়ে বাংলাবান্ধা, তিতুমীর ও টুঙ্গিপাড়া এক্সপ্রেস প্রতিস্থাপন করা হবে। বাংলাবান্ধার অবমুক্ত কোচ দিয়ে মধুমতি এক্সপ্রেস প্রতিস্থাপিত হবে। অন্যদিকে মধুমতি, তিতুমীর ও টুঙ্গিপাড়ার অবমুক্ত কোচ দিয়ে বরেন্দ্র, সিরাজগঞ্জ ও ঢালারচরের লোড বাড়ানো হবে।
রেল কর্তৃপক্ষের এই পদক্ষেপের ফলে যাত্রীদের সুবিধা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।