তুরস্ক নৌবাহিনীর জাহাজ 'টিসিজি কিনালিয়াদা' শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে। গতকাল মঙ্গলবার জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে লঙ্গর নামিয়েছে। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আসাদুজ্জামান জাহাজটিকে স্বাগত জানান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাহাজটিকে স্বাগত জানাতে নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে। এ সময় বাংলাদেশে নিযুক্ত তুরস্কের হাইকমিশনের প্রতিনিধিসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা ও নাবিকেরা উপস্থিত ছিলেন।
সফরকালীন সময়ে জাহাজটির অধিনায়ক এবং তুরস্কের হাইকমিশনের প্রতিনিধিরা কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া জাহাজের কর্মকর্তা ও নাবিকেরা চট্টগ্রামে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটি, স্থাপনা ও অন্যান্য দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন।
শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ৯ মে বাংলাদেশ ত্যাগ করবে। বাংলাদেশ ও তুরস্কির মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে এই জাহাজকে বাংলাদেশে স্বাগত জানানো হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news