বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করলেও এটির শেষ গন্তব্য হবে কমলাপুর। এরইমধ্যে কমলাপুরে মেট্রোরেলের স্টেশনের নির্মাণ কাজ শুরু হওয়ায় ওই এলাকায় যানজট শুরু হয়েছে। দুর্ভোগের বর্ণনা দিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন। মেট্রোরেলের এই অংশের নির্মাণ কাজের জন্য আগামী ছয় মাস কমলাপুর-টিটিপাড়া সড়কের দুই লেনের একটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, 'যে লেনটি চলমান থাকবে সেটা দিয়ে শুধু টিটিপাড়া থেকে কমলাপুর যাওয়া যাবে। কমলাপুর থেকে টিটিপাড়াগামী যানবাহনগুলোকে বাইপাস সড়ক ব্যবহার করতে হবে।'
মাহফুজুর রহমান আরও বলেন, 'স্টেশনের প্রথমতলার নির্মাণ কাজের সময় এই লেনটি দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হবে। তাই একটি লেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
প্রথমতলার নির্মাণ কাজ শেষ করতে প্রায় ছয় মাস সময় লাগবে বলেও জানান তিনি।
ডিএমটিসিএল বর্তমানে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন-৬ সম্প্রসারণ করছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news