স্পোর্টস ডেস্কঃ- সাব্বির খান
শ্রীলংকার ব্যাটাররা শুরুটা করেছিল দারুণ। ১৪ ওভার শেষে স্কোরবোর্ডে ছিল ২ উইকেট হারিয়ে ১১৪ রান। তখনই আমিরাত অধিনায়ক সিপি রিজওয়ান বোলিংয়ে নিয়ে আসেন কার্তিক মেইয়াপ্পানকে। আর এসেই তিনি করলেন হ্যাটট্রিক। অস্ট্রেলিয়া বিশ্বকাপের আসরে প্রথম হ্যাটট্রিক শিকার করলেন তিনি। আইসিসির সহযোগী দেশগুলোর প্রথম কোনো ক্রিকেটার হিসেবে তিনি এই কীর্তি গড়লেন।
ইনিংসের ১৫তম ওভারের শেষ তিন বলে টানা তিন উইকেট নিয়ে নিজের হ্যাটট্রিক করেন লেগ স্পিনার কার্তিক মেইয়াপ্পান।
চতুর্থ বলে ৮ বলে ৫ রান করে প্রথমে আউট হন ভানুকা রাজাপাকসে। এরপর আউন হন চারিথ আশালাংকা। শেষ বলে দাসুন শানাকাকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। শেষ বলটিতো লংকান অধিনায়কের বোঝারই উপায় ছিল না। ব্যাট ও শরীর পেতে দিয়েও রক্ষা করতে পারেননি। বোল্ড হয়ে যান।
আর তাতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতের প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করে ফেলেন তিনি। হ্যাটট্রিক অর্জনের দিনে চার ওভার বল করে এই বোলার রান দেন ১৯।
এই সংস্করণের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন ব্রেট লি। সেটা ২০০৭ সালে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের অভিষেক আসরে। এরপর টানা ১৪ বছর হ্যাটট্রিক পায়নি বিশ্বকাপ। সেই খড়া গত বছর ঘুচিয়েছিলেন তিন বোলার।আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার, শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। এবারের আসরের প্রথম হ্যাটট্রিক আমিরাতের মেইয়াপ্পানের।
পরের ওভারেই আউট হয়ে যান ওয়ানিদু হাসারাঙ্গা। ৩ বলে করেন তিনি ২ রান। চামিকা করুনারত্নে ১১ বল খেলে করেন ৮ রান। শেষ দিকে প্রামোদ মধুশান এবং দুস্মন্তে চামিরা অপরাজিত থেকে যান ১ রান করে। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে শ্রীলংকা।