মোঃ মোসলেম রেজা, ক্রীড়া প্রতিবেদক
এফএ কাপের ফাইনালে প্রিমিয়ার লীগ জয়ী ডি ব্রুইনাদের বিপক্ষে মাঠে নামে নগর প্রতিপক্ষ ম্যানচেষ্টার ইউনাইটেড। প্রিমিয়ার লীগে ছিন্নভিন্ন ইউনাইটেডের কাছে ওয়েম্বলিতে হার মেনে নিতে হলো পেপ গার্দিওলার ম্যানচেষ্টার সিটিকে।
২০১৫/১৬ মৌসুমের পর দীর্ঘ প্রায় ১ যুগে পর এফএ কাপের ফাইনালে ম্যানচেষ্টার সিটিকে হারালো ইউনাইটেড।
মিড়িয়া থেকে খবর ছড়িয়েছিলো, এফএ কাপের ফলাফল যাই হোক ফাইনালের পরই কোচ এরিক টেন হাগকে বরখাস্ত করবে ম্যানচেস্টার ইউনাইটেড! এমন পরিস্থিতিতে চলতি প্রিমিয়ার লিগের আট নম্বরে থাকা দলটির জন্য ছিলো পাহাড়সম চাপ। অবশ্য চাপ জয় করে এফএ কাপ জিতে নিয়েছে রেড ডেভিলরা। ওয়েম্বলি স্টেডিয়ামে ২-১ গোলে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে শিরোপা জয়ের উৎসব করেছে তারা।
অবশ্য এই জয়ে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলা নিশ্চিত হয়েও গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের।
ম্যাচের ৩০ মিনিটে সিটি গোলকিপার মাঝমাঠ থেকে ভেসে আসা বলটা ক্লিয়ার করতে বক্স ছেড়ে বেরিয়ে গেলে ডিফেন্ডার গর্ভাদিওল হেড করে বল বিপদমুক্ত করতে গিয়ে বল গিয়ে পড়ে শেষমেশ ইউনাইটেডের আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচোর পায়ে। সহজ ট্যাপ ইনে বলটা তিনি জড়ান জালে।
শুরুর ধাক্কা সামলাতে না সামলাতে ৯ মিনিট পরই সিটি ইউনাইটেডের হয়ে ব্যবধান দ্বিগুণ করে তরুণ ফরোয়ার্ড কোবি মাইনু। দুই গোলের লিড নিয়েই ম্যানইউ যায় বিরতিতে।
দ্বিতীয়ার্ধে সময়ের সাথে সিটি গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা করেছে বারবার। অবশেষে সফলতা আসে ৮৮ মিনিটে। বক্সের বাইরে থেকে জেরেমি ডকুর শট আন্দ্রে ওনানার হাত ফসকে জমা পড়ে জালে। অনেক চেষ্টা করেও সমতাসূচক গোলের দেখা পায়নি সিটি। ডাচ কোচ এরিক টেন হাগের অধিনে এই মৌসুমের সেরা একটা ম্যাচ খেলে,
২-১ গোলের জয় নিয়ে ইউনাইটেড ১৩তম বারের মতো ঘরে তোলে এফএ কাপের শিরোপা।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news