বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বিমুখী সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে। ইনজুরিতে আছা পেসার তাসকিন আহমেদকে সহ-অধিনায়কের ভূমিকা দেওয়া হয়েছে যদিও তার বিশ্বকাপে খেলার বিষয়ে শঙ্কা রয়েছে। অন্যদিকে, অনুভবী পেস অলরাউন্ডার সাইফউদ্দিনকে বাদ দিয়ে তানজিম সাকিবকে দলে স্থান দেওয়া হয়েছে।
নাজমুল শান্ত অধিনায়ক হিসেবে দলের নেতৃত্ব দেবেন। দলে রয়েছেন লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনসহ আরও কয়েকজন। স্পিন বিভাগে সাকিবের সাথে বাঁহাতি তানভীর ইসলামকে নেওয়া হয়েছে।
পেস বিভাগে তাসকিন ও তানজিম ছাড়াও মুস্তাফিজ ও শরিফুল ইসলামকে রাখা হয়েছে। রিজার্ভ হিসেবে হাসান মাহমুদ ও আফিফ হোসেনের নাম রয়েছে। বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেছেন, তাসকিনকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী। তিনি আরও বলেন, তানজিম ও সাইফউদ্দিনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকায় তানজিমকে বেছে নেওয়া হয়েছে।
বিসিবিকে দলের যুক্তরাষ্ট্র যাত্রার ব্যবস্থাপনা করে রাখতে বলা হয়েছে। বাংলাদেশ আগামী ৩০ মে থেকে ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্রে টি-২০ বিশ্বকাপ খেলবে।