ক্যাম্পাস প্রতিনিধি, বানানী, ঢাকা: ২৭ মে, ২০২৪, সার্কাজমঃ
রাজধানীর বানানী এলাকায় যান্ত্রিক সৌন্দর্য উপভোগ করা ”ইউনিভার্সিটি অব স্কলার্স” আজ এক ভিন্ন ধরণের বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। প্রচণ্ড রোমালের আঘাতে উড়ে গেল পুরো ক্যাম্পাস!
প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল ১০টার দিকে হঠাৎ করেই বাতাসের গতি বেড়ে যায়। তবে এটি সাধারণ কোনো ঝড় নয়, এটি ছিলো ঘুর্নিঝড় রোমালের ঝড়। আকাশ থেকে আসা এক ঘুর্নিঝড় সৃষ্টি করলো যে, ইউনিভার্সিটি অব স্কলার্সের প্রতিটি বিল্ডিং, ক্লাসরুম, আর ক্যাফেটেরিয়া সব কিছুই বাতাসে ভেসে উঠলো।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন ক্লাসে উপস্থিত ছিলো এবং তারা প্রথমে ভেবেছিলো এটি কোনো ফেস্টিভাল বা ইভেন্টের অংশ। কিন্তু যখন তারা দেখতে পেলো তাদের প্রিয় ক্লাসরুমগুলো আকাশে ভেসে যাচ্ছে, তখন বুঝতে পারলো ব্যাপারটা এতটা সহজ নয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. উল্কা চৌধুরী বললেন, “আমরা আগে থেকেই জানতাম আমাদের বিশ্ববিদ্যালয় উঁচু মানের, কিন্তু এতটাই উঁচুতে যাবে সেটা ধারণা ছিলো না!”
এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে জানানো হয়েছে যে, তারা এখন নতুন করে একটি অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস নেওয়ার পরিকল্পনা করছে, যেখানে শিক্ষার্থীরা তাদের ঘর থেকে নিরাপদে ক্লাস করতে পারবে। তবে শিক্ষার্থীরা এতে খুশি নয়, কারণ তারা বলছে, “অনলাইনে ঘুর্নিঝড় রোমাল আসবে না, কিন্তু এই ঘুর্নিঝড়ের অভিজ্ঞতা মিস করবো আমরা।”
বিশ্ববিদ্যালয়ের উড়ে যাওয়ার পর, অনেক শিক্ষার্থী খুশিতে উচ্ছ্বসিত। এক শিক্ষার্থী, রিফাত হাসান বলেন, “অবশেষে আমরা সেই দীর্ঘ ক্লাস থেকে মুক্তি পেলাম! এটা আমাদের জীবনের সেরা দিন।” আরেক শিক্ষার্থী, মিতু রহমান বলেন, “প্রতিদিনের লেকচার আর ক্লাস টেস্টের চাপে আমরা অতিষ্ঠ ছিলাম। আজকের এই ঘটনা আমাদেরকে এক অনন্য স্বাধীনতার স্বাদ দিয়েছে।”
স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে। তবে ঘুর্নিঝড়ের কারণে তাদের কাজ অনেক কঠিন হয়ে পড়েছে। সবাই আশাবাদী যে, পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আবারও মাটিতে ফিরে আসবে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, রোমাল ঘুর্নিঝড়ের প্রভাবে ইউনিভার্সিটি অব স্কলার্সের প্রাচীনতম লাইব্রেরি আকাশে কোথাও হারিয়ে গেছে। কেউ কেউ বলছে, এটি এখন চাঁদের চারপাশে কক্ষপথে ভাসছে।
এই অদ্ভুত ঘটনার পর থেকে, বানানীর মানুষজন গম্ভীর মুখে আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করছে, যদি কখনও তাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ের বিল্ডিংগুলো আকাশ থেকে ফিরে আসে, তাহলে তারা ইউনিভার্সিটির ইন্টেরিয়র এবং ল্যাবের কম্পিউটার ও গুরুত্বপূর্ণ ডিভাইসগুলো চুরি করে নিবে।
সার্কাজম সংবাদদাতা:
ভার্সিটির সাথে উড়ে যাওয়া অজ্ঞাত এক শিক্ষার্থী।
দ্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার্স, বানানী, ঢাকা।