পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় মিলন হাওলাদার (৩০) নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বাউফল সদর উপজেলার ভুবন সাহার কাচারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন হাওলাদার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের সাবেক মেম্বার শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার সকালে সিএনজিচালিত অটোরিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন মিলন। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মিলন গুরুতর আহত হন। দ্রুত তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২০১৮ সালে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেছিলেন মিলন। তার স্ত্রী ও ৩ বছরের এক কন্যাসন্তান রয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অ্যাম্বুলেন্স ও অটোরিকশার চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে। তাদের আটক করার চেষ্টা চলছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news