মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
ভোলায় প্রনিসম্পদ খাত সংশ্লিষ্ট খামারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক তিন দিন ব্যাপি প্রশিক্ষন শুরু হয়েছে। আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর সকালে প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খান।
পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের পিপিইপিপি ইইউ প্রকল্পের আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা দুইটি ব্যাচে প্রশিক্ষনের আয়োজন করে।
উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের লেকচারার তানভির আহমেদ, গ্রামীন জন উন্নয়ন সংস্থার প্রকল্প পরিচালক এডভোকেট বিথী ইসলাম ও পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী এ বি এম কাউছার আহমেদ। পরিচালনায় ছিলেন সাকিল আহমেদ টেকনিক্যাল অফিসার জিজেইউএস।
প্রশিক্ষনে গ্রামীন জন উন্নয়ন সংস্থা, কোডেক. পরিবার উন্নয়ন সংস্থা ও ওয়েভ ফাউন্ডেশনের ৫০জন খামারী অংশ নেয়।