মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতিতে ‘আনলকিং পোটেনশিয়াল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ভোলা: পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সফলতা অর্জনের লক্ষ্যে ভোলায় এক সেমিনারের আয়োজন করা হয়েছে। শনিবার সকালে ভোলা সরকারি কলেজের সেমিনার কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। ‘আনলকিং পোটেনশিয়াল’ শীর্ষক এ সেমিনারে জেলার বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজক ছিল ভোলা জেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ইউনিট ফোরাম।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন নাজিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিম। সেমিনারে সভাপতিত্ব করেন ভোলা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মিজানুর রহমান।
বক্তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও তাদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে নানা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
সেমিনারের অংশ হিসেবে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়া বিগত বছরগুলোতে ভোলা জেলা থেকে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন, এমন ২০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সেমিনারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news