বৈরী আবহাওয়ার কারণে আজ শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য সিরাতুন্নবী (সা.) মাহফিল স্থগিত করা হয়েছে। সিরাত উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিল আগামীকাল শনিবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জাতীয় সিরাত উদযাপন কমিটির মহাসচিব ড. মাওলানা খলিলুর রহমান মাদানি এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “অনিবার্য কারণবশত শুক্রবারের পরিবর্তে মাহফিল শনিবার অনুষ্ঠিত হবে।” তিনি আরও জানান, মাহফিলের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই মাহফিলে মূল প্যান্ডেলে ৬০ হাজার মুসল্লি একত্রে বসতে পারবেন। এছাড়া পুরো মাঠজুড়ে প্রায় ২ লাখেরও বেশি ধর্মপ্রাণ নারী-পুরুষ একত্রিত হওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নারীদের জন্য পৃথক প্যান্ডেল ও যথাযথ পর্দার ব্যবস্থা করা হয়েছে বলে ড. মাদানি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের প্রবীণ আলেম মাওলানা আবু তাহের জিহাদি আল কাসেমীসহ জাতীয় সিরাত উদযাপন কমিটির অন্যান্য সদস্যরা।
প্রেস ব্রিফিং শেষে ওলামা-মাশায়েখরা সোহরাওয়ার্দী উদ্যানের পাশের মন্দির পরিদর্শন করেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মন্দিরের সভাপতি অর্পনা রায়ের সঙ্গে পূজার প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আলাপ করেন তারা।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news