পটুয়াখালী (গলাচিপা) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ফুলখালী গ্রামে এক অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টের বাসায় গভীর রাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে এ হামলা ঘটে। হামলায় অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মো. মিজানুর রহমান ও তার স্ত্রী মাকসুদা বেগম গুরুতর আহত হয়েছেন।
আহত মো. মিজানুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে মো. জাকির, মো. জুয়েল ও মো. সাগরসহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার ঘরের দরজা ভেঙে ঢুকে এলোপাতাড়ি আক্রমণ চালায়। হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে কোপাতে থাকে এবং তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। মাথায় গুরুতর আঘাতের ফলে মিজানুর রহমানের মাথায় ৬টি সেলাই দিতে হয়েছে।
স্থানীয়দের সহায়তায় মিজানুর রহমানকে দ্রুত গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিজানুর রহমানের গুরুতর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, ঘটনার প্রেক্ষিতে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাটি তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।