ভোলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলার সদর উপজেলার বাপ্তা পাইলট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন রিপন (২৪), আরিফ (২২), রাজিব (২২), শাকিব (২৫) ও সহিদ (৪৫)। তারা সবাই বাপ্তা ইউনিয়নের বাসিন্দা।
ভোলা নৌ কন্টিনজেন্টের লেফটেন্যান্ট মুফতাদি উল ইসলাম সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৮৭ বোতল ফেনসিডিল, ১৭টি ইয়াবা, একটি রামদা, ৬টি মোবাইল ফোন এবং নগদ ৩২ হাজার ৮০ টাকা জব্দ করা হয়েছে।
মুফতাদি উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পাইলটসংলগ্ন মাদক ব্যবসায়ী শহিদুলের গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ মাদক জব্দ করে।
এ অভিযানে নৌবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয় ছিল। তিনি বলেন, রাতেই গ্রেপ্তারকৃতদের এবং জব্দকৃত মাদক ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং সেখানে একটি মামলা দায়ের করা হয়েছে।
জনস্বার্থে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান মুফতাদি উল ইসলাম।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news