মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে গত দুই দিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়েছে। আকাশজুড়ে ঘন মেঘ এবং বাতাসের চাপ বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। এ সময় নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেড়েছে, আর কুয়াকাটার বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে বলে জানা গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলীয় এলাকাগুলোতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এর ফলে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার এবং মোংলা সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি, সকল মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যেই অধিকাংশ মাছধরা ট্রলার নিরাপদে তীরে ফিরে এসেছে।
মহিপুরের নিজামপুর এলাকার একজন জেলে ইদ্রিস মাঝি বলেন, “কয়েকদিন আগে সাগরে সিগনাল ছিলো, তখন আমরা অলস সময় কাটিয়েছি। এখন আবার সিগনাল দিয়েছে, তাই আমরা তীরে ফিরে এসেছি। এভাবে চলতে থাকলে আমরা একেবারে নিঃস্ব হয়ে যাবো।”
অপরদিকে, আলীপুরের একজন ভ্যানচালক হোসেন আলী বলেন, “গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে, যার কারণে বাজারে মানুষের উপস্থিতি কম। এতে আমাদের ইনকামও কমে গেছে।”
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান জানান, আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news