মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
পটুয়াখালীতে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জাতীয়করণসহ শিক্ষাখাতের বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় পটুয়াখালী সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবার পটুয়াখালী সদর শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা চারটি মূল দাবি তুলে ধরেন। তারা বলেন, দেশের মাধ্যমিক শিক্ষার ৯৭% প্রতিষ্ঠান বেসরকারি হওয়া সত্ত্বেও, এসব প্রতিষ্ঠান এখনো সরকারের আওতাভুক্ত নয়। এর ফলে শিক্ষকরা আর্থিক ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন, যা শিক্ষার মানোন্নয়নের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তাই তারা মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
এছাড়াও, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখার দাবি জানানো হয়। তাদের মতে, শিক্ষকরা সাধারণত শ্রেণিকক্ষের পাঠদানে দক্ষ হলেও, প্রশাসনিক কাজের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন। প্রশাসনিক পদে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়ারও দাবি ওঠে এ মানববন্ধনে।
মানববন্ধনে আরও দাবি করা হয় যে, SESIP প্রকল্পের অধীনে থাকা ১১৮৭টি পদ দ্রুত রাজস্ব খাতে স্থানান্তর করা উচিত। অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, শিক্ষার বিভিন্ন স্তরে বৈষম্য প্রকট আকার ধারণ করেছে, যা সমাধানের জন্য একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন অত্যন্ত জরুরি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবার পটুয়াখালী সদর শাখার আহ্বায়ক এবং পূর্ববিঘাই জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মতিন, হেতালিয়া মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক শবনম মোস্তারি এবং অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ। মানববন্ধনের সঞ্চালনা করেন দক্ষিন কেওয়াবুনিয়া দাখিল মাদরাসার সুপার হাফিজ মো. আলমগীর হোসাইন।
মানববন্ধন শেষে, শিক্ষক নেতৃবৃন্দ তাদের দাবিসমূহ অন্তর্ভুক্ত করে শিক্ষা উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রদান করেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news