পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা রবিবার সকালে বকেয়া বেতন ও চাকরির স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ৫০ মাস ধরে বেতন না পাওয়ার কারণে চলমান সংকটের দ্রুত সমাধান চেয়ে সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা জানান, ২০১০ সালে শুরু হওয়া ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’ (STEP) প্রকল্পটি ২০১৯ সালে সমাপ্ত হলেও, বর্তমানে কর্মরত ৭৩৮ জন শিক্ষক দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না। দেশব্যাপী ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে এ শিক্ষকরাই দায়িত্ব পালন করে আসছেন। যার মধ্যে পটুয়াখালী পলিটেকনিক এর ১৩ জন রয়েছে।
বিক্ষোভে বক্তারা বলেন, “বেতন না পাওয়ার কারণে আমাদের পরিবার-পরিজনের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। প্রকল্প শেষ হওয়ার পরও সরকার আমাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করেনি, ফলে আমরা অনিশ্চয়তার মধ্যে আছি।”
শিক্ষক ও শিক্ষার্থীরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে তারা তাদের ন্যায্য প্রাপ্য পেতে পারেন এবং দেশের শিক্ষার অগ্রগতিতে যথাযথ ভূমিকা পালন করতে পারেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news