গোপাল হালদার, পটুয়াখালী
পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি বাজারে মোঃ রহমত মিয়া নামে এক হোটেল ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী রহমত মিয়া। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এ ঘটনার বিচার চেয়ে পটুয়াখালী সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রহমত মিয়া জানান, তার বাবার জমিতে তিনি এবং তার ছোট ভাই বাড়ি নির্মাণ করছিলেন। জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জিয়াদ হোসেন, আলতাফ মৃধা, রুবেল গাজী ও সাদেক মৃধাসহ ১৫-২০ জন সন্ত্রাসী তাদের বাড়িতে হামলা চালায়। তারা ঘরে ঢুকে আসবাপত্র ভাঙচুর করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে ভেকু মেশিন দিয়ে রহমত মিয়া ও তার ছোট ভাইয়ের বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। হামলার সময় ঘরের ভেতরে থাকা লোকজন আতঙ্কে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন।
তিনি আরও জানান, জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে পটুয়াখালী সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা চলমান রয়েছে। আদালত ওই মামলায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন, তবে তার পরও এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং লুটপাট করে চলে যায়। তাদের হামলার সময় পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। স্থানীয়রা কেউই বাধা দিতে সাহস করেনি, কারণ হামলাকারীদের সংখ্যা অনেক বেশি ছিল এবং তারা সশস্ত্র ছিল।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম জানান, হামলার অভিযোগ পেয়েছেন এবং ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news