মোঃ সোহাগ হাওলাদার,সাভার,ঢাকা
আশুলিয়ার নবীনগরের একটি শপিংমলের সিসিটিভি ক্যামেরার রুমের ডাটা তথ্য প্রসেজিং ইউনিট ডিভাইস চুরির ঘটনায় চোরাই মাল উদ্ধারসহ দুইজন কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ফাড়ির ইনচার্জ অলক কুমার দে (পিপিএম)।
গ্রেপ্তারকৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার আলমনগর থানার বলেস্বর গ্রামের তোজাম আলী খন্দকারের ছেলে মোহাম্মদ কামরুল হোসেন(২৩) ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাচামারা ইউনিয়নের ইউনুস আলী সরকারের ছেলে রোকন উদ্দিন(৩০)।
জানা যায় , আশুলিয়ার নবীনগর এলাকার একটি শপিংমলের ক্যামেরা অপারেটর নামাজে গেলে কামরুল ইসলাম নামে এক ব্যক্তি এই সুযোগে সিসিটিভি ক্যামেরার রুমে প্রবেশ করে। এসময় ফায়ার কন্ট্রোল বক্সের ৪,৫০,০০০ (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মুল্যের ৩ টি ডাটা তথ্য প্রসেসিং ইউনিট খুলে নিয়া যায়। পরে এ ঘটনায় শুক্রবার আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।
প্রযুক্তি ব্যবহারসহ ভিডিও ফুটেজ পর্যালোচনা করে গাজিপুরের টঙ্গী ও চুয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৩ টি ডাটা তথ্য প্রসেসিং ইউনিট উদ্ধার করা হয়।
এ বিষয়ে সৃতিসৌধ ফাড়ির ইনচার্জ অলক কুমার দে পিপিএম বলেন তাদেরকে পৃথক স্থান থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি চুরি মামলা রুজু করা হয়েছে,সেই সাথে তাকে আদালতে প্ররন করা হয়েছে। চুরি হওয়া মালামাল নিয়ে আসা হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news