ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, পটুয়াখালী জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শাইখুল হাদীস মাওলানা মো. আ: হক কাওসারী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মো. উবাইদুল্লাহ ফারুক। এ কমিটিতে ৭১ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার কাউন্সিল অধিবেশনে নতুন কমিটির ঘোষণা দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাইখুল হাদীস আল্লামা শেখ মুজিবুর রহমান। নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. মোতাহার উদ্দিন এবং সহ-সভাপতি হিসেবে ১০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছেন মুফতী মো. মুজিবুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, এবং হাফেজ মাওলানা মো. আ: ওহাব প্রমুখ।
কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৬ জন এবং সহ-সাধারণ সম্পাদক পদে ৮ জনকে মনোনীত করা হয়েছে। এছাড়া, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ, অর্থ সম্পাদক মুফতী মাহমুদুল হাসানসহ বিভিন্ন বিভাগীয় সম্পাদক ও সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির উপদেষ্টা হিসেবে ৩ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন আলহাজ্ব মাওলানা মো. আবু সাঈদ, আলহাজ্ব মাওলানা শাহ মো. ফজলুল হক এবং মাওলানা মো. সাইফুল ইসলাম।
জমিয়তে উলামায়ে ইসলামের এই নতুন কমিটি পটুয়াখালী জেলার ইসলামী আন্দোলন ও সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news