ডিজিটাল ডেস্ক
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে এক চিঠিতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, "বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রমের কারণে আওয়ামী লীগ এবং দেশের স্বাধীনতার সপক্ষের শক্তি চ্যালেঞ্জের মুখে রয়েছে।"
নানক বলেন, বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত এবং দেশের স্থিতিশীলতা বিঘ্নিত করার চেষ্টা করছে। তবে, তিনি দলের নেতাকর্মীদের প্রতি আস্থা ও সাহস বজায় রাখার আহ্বান জানান। তার কথায়, "এ আঁধার কেটে যাবে খুব শিগগিরই।"
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবারও সামনের দিকে এগিয়ে যাবে এবং যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। দলীয় নেতাকর্মীদের মধ্যে কোনো বিভ্রান্তি না ছড়ানোর জন্য তিনি বিশেষভাবে নির্দেশনা দেন।
আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, "নেতাকর্মীরা যেন দলের আদর্শের প্রতি অটল থাকে এবং নিজেদের ঐক্য অক্ষুন্ন রাখে। এই সংকটময় মুহূর্তে দলের সবার সতর্ক ও ধৈর্যশীল থাকার প্রয়োজন।"
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news