আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে শহিদ পরিবারের সাথে মতবিনিময় ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত ২৩টি শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
শহিদদের স্মৃতিচারণ করতে গিয়ে সভার পরিবেশ আবেগে ঘন হয়ে ওঠে। শহিদ পরিবারের সদস্যরা তাদের অনুভূতি, অভিজ্ঞতা ও শহিদদের স্মৃতি নিয়ে আলোচনা করেন। এছাড়াও আন্দোলনের পরবর্তী সময়ে তাদের পরিবারের বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
শহিদ পরিবারের সদস্যরা বলেন
ঢাকা থেকে আগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কররা শহিদ পরিবারের সদস্যদের দাবি ও তাদের পারিবারিক অবস্থার তথ্য সংগ্রহ করেন। তারা জানান, এসব বিষয় বর্তমান সরকারের উপদেষ্টাদের কাছে তুলে ধরা হবে এবং সমস্যার সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণের চেষ্টা করা হবে।
সভায় কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি, এম এ সাঈদ, রাইয়ান ফেরদৌস সিনথিয়া, হাসিবুল হোসেন শান্ত, মোবাশ্বেরা শহীদুল ইসলাম শাহেদ, তৌহিদ আহমেদ আশিক এবং জিহাদ হোসাইন।
এই ধরনের মতবিনিময় সভা শহিদ পরিবারের সাথে সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি আন্দোলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news