পটুয়াখালী অন্ধ কল্যাণ সমিতির দখল নিয়ে জেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছে। সমিতির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে ৫ সেপ্টেম্বর গঠিত নতুন কমিটির বিরুদ্ধে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে প্রতিদ্বন্দ্বী গ্রুপ।
গত ৫ আগস্ট সরকার পতনের পর, পটুয়াখালী এনএসবি চক্ষু হাসপাতালের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিএনপির একাংশের নেতৃত্বে ১৭ সদস্যের একটি নতুন কমিটি গঠিত হয়। তবে এই কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার সকালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা দাবি করেন, অন্ধ কল্যাণ সমিতিকে অবৈধ দখলমুক্ত করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা কমিটি গঠন করা হোক।
এই মানববন্ধনে বক্তব্য রাখেন এডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন তপন এবং কমিউনিস্ট পার্টির নেতা নাসির উদ্দিন তালুকদার। এছাড়াও, অন্ধ কল্যাণ সমিতির আজীবন সদস্যসহ বিভিন্ন শ্রেণির মানুষ কর্মসূচিতে অংশ নেন।
অন্যদিকে, একই সময়ে নতুন গঠিত কমিটির সমর্থনে শুভেচ্ছা মিছিল ও সমাবেশের আয়োজন করে আরেকটি গ্রুপ। মোশতাক আহম্মেদ পিনু ও যুবদল সভাপতি মনিরুল ইসলাম লিটনের নেতৃত্বাধীন এই কমিটির পক্ষে সোনালী ব্যাংক চত্বর থেকে মিছিল শুরু হয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান। তারা দাবি করেন, বিএনএসবি চক্ষু হাসপাতাল ও অন্ধ কল্যাণ সমিতির কার্যক্রমের সুষ্ঠু পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।
বক্তারা আরও বলেন, অকার্যকর পুরনো কমিটির কারণে অন্ধ কল্যাণ সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল, যা নতুন কমিটির মাধ্যমে পুনরুজ্জীবিত হবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news