মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে পটুয়াখালী ল'ইয়ার্স কাউন্সিলের উদ্যোগে রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় পটুয়াখালী আইনজীবী সমিতির ২য় তলার হলরুমে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালী ল'ইয়ার্স কাউন্সিলের সভাপতি এড. নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এটিএম মোজাম্মেল হোসেন তপন।
প্রধান আলোচক এড. মোজাম্মেল হোসেন তপন তার বক্তব্যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট ও শহীদদের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, "দেশের স্বাধীনতা ও সমতার জন্য আন্দোলনরত শহীদরা আমাদের জন্য প্রেরণার উৎস, তাদের ত্যাগ ও সংগ্রাম আজও আমাদের সমাজে ন্যায়বিচার ও সমতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়।"
প্রধান অতিথি মুজাহিদুল ইসলাম শাহিন তার বক্তব্যে বলেন, "শহীদদের আত্মত্যাগের ফলে আজ আমরা যে স্বাধীনতা ও অধিকার উপভোগ করছি, তা ধরে রাখতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. সঞ্জয় খাসকেল, এড. ইউনুস আলি মোল্লা, গোলাম মাহামুদ দুলু, এড. ওহিদ সরোয়ার কামাল, ও এড. লুৎফুর রহমান খোকন। তারা সবাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে জাতির অগ্রগতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পটুয়াখালী ল'ইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক এড. মোঃ আবু সাঈদ খান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাবেক কেন্দ্রীয় ছাত্র শিবিরের কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল নাহিয়ান ও বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং পটুয়াখালীর বারের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news