মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় টেকনিক্যাল পদে নন-টেকনিক্যাল জনবল নিয়োগ এবং ‘ক্রাফট ইন্সট্রাক্টর’দের বেআইনি মামলা নিয়ে তৈরি করা কৃত্রিম শিক্ষক সংকটের প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী পলিটেকনিক ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত গড়ায়। সেখানে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয় এবং পুনরায় মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে আরেকটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ৪ দফা দাবি:
১. পটুয়াখালী পলিটেকনিকের সুমন তালুকদারকে আগামী ১ কার্যদিবসের মধ্যে চাকরি থেকে বহিষ্কার করতে হবে।
২. ষড়যন্ত্রে জড়িত সকল ব্যক্তিকে তদন্তসাপেক্ষে বহিষ্কার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।
৩. সঠিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত সকল ‘ক্রাফট ইন্সট্রাক্টর’কে সাময়িক বরখাস্ত করতে হবে।
৪. জুনিয়র ইনস্ট্রাক্টরদের নিয়োগের ওপর করা অবৈধ মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, টেকনিক্যাল পদে নন-টেকনিক্যাল ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে পলিটেকনিক শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া ‘ক্রাফট ইন্সট্রাক্টর’ পদে অবৈধভাবে নিয়োগ ও মামলা দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত করা হচ্ছে।
শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়, তবে দাবিগুলো দ্রুত কার্যকর না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।