মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে পটুয়াখালীতে শহীদদের স্মরণে শহীদী মার্চ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শত শত শিক্ষার্থী এই শহীদী মার্চে অংশগ্রহণ করে।
শহীদী মার্চ শুরুর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় পতাকা ও শহীদদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে শহীদ মিনারের সামনে জড়ো হয় এবং সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় শিক্ষার্থীরা।
শহীদী মার্চে অংশগ্রহণকারীরা ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ,’ ‘শহীদদের স্মরণে, ভয় করি না মরণে,’ এবং ‘শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না’—সহ বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে তোলে। শহীদ তরুয়া চত্বরে এসে এই মার্চ শেষ হয়।