বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন অভিযোগ করেছেন যে বিএনপি দেশের মানুষের ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছে, অথচ বর্তমান সরকার আওয়ামী লীগ সেই অধিকার কেড়ে নিয়েছে। তিনি বলেন, দেশের জনগণকে পুনরায় ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ বি এম মোশাররফ হোসেন বলেন, "আমরা সবার অধিকার ফেরত দেব। বেগম খালেদা জিয়া এই দেশের জন্য অনেক অবদান রেখেছেন। তিনি দেশের মাটি ও মানুষকে ছেড়ে যাননি, বরং বিভিন্ন জুলুম সহ্য করেছেন। ২০০৪ সালে তিনি কলাপাড়ায় এসে দুটি সরকারি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।"
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, "আপনাদের নেত্রী কোথায়? এমন নেত্রীর রাজনীতি করার কোনো প্রয়োজন নেই, যে দেশ ছেড়ে পালায়।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান সোহেল, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কলাপাড়া উপজেলা পৌর বিএনপির সভাপতি মো. ফারুক গাজী এবং সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news