৪ সেপ্টেম্বর নিয়ামতপুর উপজেলার ৭ নং শ্রীমন্তপুর ইউ,পি পরিষদে টিসিবি পন্য ৫,৬,৭ নং ওয়ার্ড এ দেয়া হয়।সংবাদকর্মী সেখানে গেলে চেয়ারম্যান আলহাজ্ব জনাব মোঃ রফিকুল ইসলাম রফিক কে অনুপস্থিত পায়।চেয়ারম্যান কে না পেয়ে সচিবের সাথে কথা বললে চেয়ারম্যান কোথায় আছে বলতে পারেন না।মোবাইলে অনেকবার চেষ্টা করেও তার নাম্বারে কল যায় না, এমন কি চেয়ারম্যান এর অনুপস্থিতিতে কোন মেম্বারকে দায়িত্ব দেয়া হয়নি।বলা যায়, মাঝি ছাড়া নৌকা।
মেম্বারগনের সাথে কথা বলা হয়েছে চেয়ারম্যান কি ছুটি নিয়েছে কি না তাও বলতে পারেন না।চেয়ারম্যান এর অনুপস্থিতিতে মেম্বারগন টিসিবি পন্য বিতরন করেন।মেম্বারগন টিসিবি পন্য সম্বন্ধে জানতে চাইলে ৭ নং ওয়ার্ডের মেম্বার বলেন আমার এলাকায় যেগুলো কার্ড দেয়া হয়েছে তা আমি সুষ্ট ও সুশৃংখল ভাবে বিতরন করেছি আমার কোন প্রকার সমস্যা সৃষ্টি হয়নি।সংবাদকর্মী কার্ডধারী জনগনকে প্রশ্ন করলে তারা বলেন,আমাদের টিসিবি পণ্য পেতে কোন সমস্যা হয়নি।
টিসিবি পণ্য সাধারণত গরিব ও অসহায় মানুষদের বিতরন করা হয়।৪ নং ওয়ার্ডর মেম্বার মোঃ সহিদুল ইসলাম সেন্টু বলেন আমি নিজে বাড়ি বাড়ি গিয়ে কার্ড করে দিয়েছি।যাদের প্রাপ্যতা আছে তাদেরকেই এ কার্ড দেয়া হয়েছে।আমি চেষ্টা করেছি সুসম বন্টন করতে।সেন্টু মেম্বার আরো বলেন আমি দেশ মাতৃকার সেবায় নিবেদিত প্রান।আমার এলাকার জনগন ভালো থাকলেই আমি ভালো থাকব।কোন জনগনের সাথে আমার কোন মন-মালিন্য নেই।আমি এমনই ভাবে আমার এলাকাকে গড়তে চায় যেন নিয়ামতপুর উপজেলার মধ্যে ৪ নং ওয়ার্ড রুল মডেল হয়ে থাকবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news