পটুয়াখালী জেলার সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে ২০ বছর ধরে বেদখল হয়ে থাকা ওয়াকফ এস্টেটের প্রায় ১০ একর জমি অবশেষে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে চালিতাবুনিয়া গ্রামে অবস্থিত তৌমিজ উদ্দিন এস্টেটের এই সম্পত্তি উদ্ধার করে উপজেলা ভূমি অফিস। উদ্ধারকৃত জমির উপর সাইনবোর্ড টানানোর মাধ্যমে এটি পুনরুদ্ধারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, সদ্য নিয়োগপ্রাপ্ত মোতাওয়াল্লি মো. মোয়াজ্জেম হোসেনের কাছে জমিটি বুঝিয়ে দেওয়া হয়। জানা যায়, চলতি বছরের মার্চ মাসে কেন্দ্রীয় ওয়াকফ প্রশাসক মো. মোয়াজ্জেম হোসেনকে তৌমিজ উদ্দিন ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি হিসেবে নিয়োগ দেন।
মোয়াজ্জেম হোসেন বলেন, “তমিজউদ্দীন ওয়াকফ এস্টেটে দীর্ঘ ২০ বছর ধরে মোতাওয়াল্লি না থাকায় প্রায় ২৬ একর জমি বেদখল হয়ে যায়। মোতাওয়াল্লি হিসেবে নিয়োগ পাওয়ার পর আমি জেলা প্রশাসকের কাছে জমি উদ্ধারের আবেদন করি। এর ভিত্তিতে এসি ল্যান্ড সরেজমিনে সার্ভেয়ারকে পাঠান এবং আজ প্রায় ১০ একর জমি চিহ্নিত করে সাইনবোর্ড টানানো হয়। বাকি জমি উদ্ধারের প্রক্রিয়া চলছে।”
সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবুল কালাম জানান, “আজ এসি ল্যান্ডের নির্দেশে ওয়াকফ এস্টেটের বেদখলকৃত প্রায় ১০ একর জমি চিহ্নিত করে মোতাওয়াল্লির কাছে হস্তান্তর করা হয়েছে।”
এ ঘটনায় স্থানীয় গণমাধ্যম কর্মী, বাসিন্দা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাকি জমি উদ্ধার প্রক্রিয়া চালু থাকায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা এবং আশার সৃষ্টি হয়েছে।