বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান স্বৈরাচারী সরকারের পতন হলেও তাদের প্রেতাত্মারা এখনো দেশের বিভিন্ন প্রান্তে সক্রিয় রয়েছে। দলের তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সংগঠিত রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় পটুয়াখালী ক্লাবে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল মিটিংয়ে তারেক রহমান এসব কথা বলেন। তিনি বলেন, "আমি সব সময় চেয়েছি তৃণমূলকে ঐক্যবদ্ধ করতে এবং তাদের মতামতকে প্রাধান্য দিতে। তৃণমূলের মতামত ছাড়া কোনো রাজনৈতিক দল শক্তিশালী হতে পারে না।"
এ সময় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-প্রচার সম্পাদক মুনির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারেক রহমান আরও বলেন, "গত পনের বছর ধরে তৃণমূলের নেতাকর্মীরা অনেক নির্যাতন সহ্য করেছেন, কিন্তু তারা দলকে ভালবেসে সংগঠিত রেখেছেন। যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল তারা সফল হয়নি। কারণ, লাখ লাখ তৃণমূলের নেতাকর্মী রাজপথে সক্রিয় থেকে দলকে সংগঠিত রেখেছেন। আগামীদিনের রাজনীতি অনেক কঠিন হবে, তাই তৃণমূলকে আগলে রাখতে হবে।"
তিনি উল্লেখ করেন, "যারা সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত হবেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ময়মনসিংহ ও চট্টগ্রামে দলের কিছু নেতার উচ্ছৃঙ্খল আচরণের জন্য তাদের বহিষ্কার করা হয়েছে।"
পটুয়াখালী ক্লাবের বাইরে এ সময় কয়েক হাজার নেতাকর্মী তারেক রহমানের বক্তব্য শুনতে অপেক্ষা করছিলেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news