মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী, লালমনিরহাট
লালমনিরহাট পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় এ সময় পাঠগ্রাম উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সীমান্ত বর্তি এলাকা, পাটগ্রাম উপজেলায় রংপুর বিভাগ এর বীর,শহীদ আবু সাঈদ অডিটোরিয়াম এ কর্মীসভা অনুষ্ঠিত করেন । এই কর্মী সভার প্রধান অতিথির এস্থান আলোকিত করে উপস্থিত ছিলেন ছিলেন রংপুর বিভাগীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক
লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহাদয়। পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি জনাব মোং মোস্তফা সালাউজ্জামান ওপেল তাঁর সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
লালমনিরহাটে বিএনপির যৌথ কর্মী সভা অনুষ্ঠিত। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. জিন্নাত ফেরদৌস আরা রোজী, এ্যাড. রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, মোঃ সাহেদুল হক সাজু পাটোয়ারী, মোঃ মজমুল হোসেন প্রামানিক লালমনির হাট জেলা যুবদলের নয়ন মনি সভাপতি মোঃ আনিছুর রহমান ভিপি আনিস। সৈকত ইমরান এস পি, নাহিদ হাসান নির্ঝর, সেচ্ছাসেবক দলের সভাপতি আবু ইয়া হিয়া ইউনুস,সাধারণ সম্পাদক মোঃ সাত্তার সহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরাি উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সপিকার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, পৌর মহিলা দলের আহ্বায়ক সিতরাতুল মুনতাহা মিতু, উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুশফিকুর রহমান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরশ উল আজম বসুনিয়া, বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহফুজার রহমান রিফাত, আহ্বায়ক মেহেদী হাসান সনেট প্রমুখ।
এছাড়াও পাটগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি, সম্পাদকসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহাদয় বলেন, ‘ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দলসহ বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীদেরকে জনগণের মন জয় করতে হবে। যাতে সাধারণ মানুষ বিএনপিকে স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে নির্বাচিত করে দেশ সেবা করার সুযোগ দেয়। বিএনপিতে কোনো দুর্বৃত্তের স্থান হবে না। যারা দূর্বত্তায়ন করে মানুষের ক্ষতি করে তাদের ব্যাপারে আমাদের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে কঠোরতম ব্যবস্থা নিতে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করে দেওয়া হবে।’
মনে রাখবেন সুলীল সমাজের জনগণ বাঙালী জাতি এখন অনেক এগিয়ে বিশ্ব মানচিত্র জুড়ে, যদি কেউ চাঁদাবাজী জুলুম করে আপনারা ঐক্য বদ্ধ হয়ে রুখে দাঁড়ান আইন শৃংখলা বাহিনী সর্বদাই সাধারণ জনগণের পাশে থাকবে বিশেষ করে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে ইনশাআল্লাহ