গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত গার্মেন্টস কর্মী আব্দুল আজিজের দেনমোহর পরিশোধ করেছে জামায়াতে ইসলামী। সোমবার (২ আগস্ট) শেরপুরের নকলা উপজেলা জামায়াতের আমির গোলাম সারোয়ার নিহত আজিজের স্ত্রী হোসনা বেগমকে দেনমোহরের টাকা হস্তান্তর করেন।
গত ৫ আগস্ট গাজীপুরে ছাত্র আন্দোলনের সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন আজিজ। পরে ২ দিন চিকিৎসার পর ৭ আগস্ট তিনি মারা যান। মৃত্যুর মাত্র একমাস আগে তিনি বিয়ে করেছিলেন।
জামায়াত নেতৃবৃন্দ জানান, শহীদ আজিজ জাতীয় সম্পদ ছিলেন এবং দেশের জন্য জীবন দিয়েছেন। তারা বলেন, “আমরা বেঁচে থাকতে শহীদ পরিবার ঋণের মধ্যে থাকবে এটা খুবই কষ্টের বিষয়। দায়িত্বশীল সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী চুপ করে বসে থাকতে পারে না।”
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি ও শ্রমিক সংগঠন থেকে যথাক্রমে ২ লাখ ও ১ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এছাড়া বিএনপির একজন নেতাও ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা প্রদান করেছেন।
নকলা উপজেলা জামায়াতের আমির গোলাম সারোয়ার বলেন, “শহীদ আজিজ ধার্মিক মানুষ ছিলেন। তার স্বপ্ন ছিল খুব শিগগিরই দেনমোহর পরিশোধের পর স্ত্রীকে ঘরে নিয়ে আসবেন। মজলুম সাংগঠনিক কর্মী হিসেবে শহীদের স্বপ্নপূরণ করা আমাদের দায়িত্ব।