আবু মাহাজ, ভোলা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং এবং গুম, খুন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ এবং বন্যায় যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনায় ভোলায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকালে শিবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তরিকুল ইসলাম কায়েদ, শিবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ লালু মেম্বার,ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাকির হোসেন রাজু, যুগ্ম আহ্বায়ক মোঃ গিয়াসউদ্দিন সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।