বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী জানিয়েছেন, দেশের ভঙ্গুর অর্থনীতি সচল করতে উদ্যোগ নিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস। শুক্রবার সকালে পটুয়াখালী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক গণজমায়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস দেশি-বিদেশি সংস্থাগুলোর সাথে আলোচনা করে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য কাজ করছেন। তিনি আরও উল্লেখ করেন যে, ড. ইউনুস আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্ব ব্যাংক, চীন এবং জাপানের সাথে যোগাযোগ করেছেন এবং তারা সবাই বাংলাদেশকে অর্থনৈতিক সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত। আলতাফ বলেন, "ড. ইউনুসের প্রচেষ্টার ফলে দেশের ভঙ্গুর অর্থনীতি অচিরেই ঠিক হয়ে যাবে এবং সামনে সুদিন আসবে বলে আমরা আশা করছি।"
আলতাফ হোসেন চৌধুরী তার বক্তব্যে সদ্য সংঘটিত ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. ইউনুসকে হয়রানি ও অবিচারের শিকার হতে হয়েছে। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনীতি পুনর্গঠনের জন্য ড. ইউনুসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গণজমায়াতে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বায়জিদ পান্না, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ওয়াহিদ সরোয়ার কালাম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আল-আমীন সুজন জেলা ছাত্রদলের সবেক সাধারন সম্পাদক আল হেলাল নয়ন এবং অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পটুয়াখালী বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় এবং এতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news