ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আজ এক সংবাদ সম্মেলনে দুর্নীতি ও অর্থপাচার রোধে কার্যকর পদক্ষেপ হিসেবে স্থায়ী টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছে। এ টাস্কফোর্সে দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, "উচ্চ পর্যায়ের দুর্নীতি ও অর্থপাচারের কার্যকর জবাবদিহির উদাহরণ স্থাপন করতে এই টাস্কফোর্স গঠন জরুরি।" তিনি আরও বলেন, "জনপ্রতিনিধিত্ব ও সরকারি কার্যক্রমে ব্যক্তিস্বার্থ চরিতার্থতা, স্বজনপ্রীতি এবং অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে স্বার্থের দ্বন্দ্ব আইন প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
সংবাদ সম্মেলনে টিআইবি আরও উল্লেখ করে, নতুন বাংলাদেশের অভীষ্ট লক্ষ্য অর্জনে রাষ্ট্র সংস্কারের কাঠামো বিনির্মাণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কৌশলপত্র প্রকাশ করতে হবে। এছাড়াও, জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের দাবি জানিয়েছে টিআইবি।
এই সুপারিশগুলো কার্যকর হলে বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি মজবুত হবে বলে আশা প্রকাশ করেছে টিআইবি।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news