মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের জন্য এখন থেকে সংগঠনের ঊর্ধ্বতন নেতাদের অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়েছে, “অতি সম্প্রতি বিভিন্ন সংগঠন থেকে কিছু ব্যক্তি জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার খবর পাওয়া গেছে। জামায়াতে ইসলামী একটি ইসলামী রাজনৈতিক সংগঠন, যেখানে যে কোনো ব্যক্তি আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে একমত পোষণ করে যোগ দিতে পারেন।”
তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমানে ছাত্র-জনতার বিপ্লবের পর একটি বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। জামায়াতে ইসলামী বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে শোক প্রকাশ ও বন্যার্তদের সহযোগিতায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ভূমিকা রাখা এখন তাদের প্রধান কাজ।
পরওয়ার আরও জানান, জামায়াতে ইসলামীর মহানগরী, জেলা, উপজেলা, থানা, পৌরসভা, ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ে কেউ যদি অন্য কোনো সংগঠন থেকে যোগদান করতে চান, তবে তাদের আগে ঊর্ধ্বতন সংগঠনের অনুমতি নিতে হবে। ইতোমধ্যে যারা যোগদান করেছেন তাদের যোগদানের কার্যকারিতা আপাতত স্থগিত থাকবে।
এ ধরণের সিদ্ধান্তের ফলে দলটির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ আরও সুসংগঠিত হবে এবং নতুন সদস্যদের যোগদানের প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news