এম,এ,মান্নান, নিয়ামতপুর (নওগাঁ)
বন্যাদূর্গত জনগণের জন্য অনুদান হিসাবে নওগাঁর নিয়ামতপুর বৈষম্য বিরোধী ছাত্রদের উত্তোলন করা অর্থ বন্যা দূর্গতদের জন্য পাঠানো হবে।নিয়ামতপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সদস্য মোঃ ওয়ালিদ হাসান জানান, তারা বন্যাদূর্গতদের জন্য এ উপজেলার আট ইউনিয়ন থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগতভাবে এ পর্যন্ত ২ লাখ ১৯ হাজার ৭৬৩ টাকা উত্তোলন করেন।
এখন ও অনুদান নেয়া হচ্ছে।এ টাকা গুলো কিভাবে পাঠানো হবে তা উপজেলা নির্বাহী অফিসারের সাথে বসে সিদ্ধান্ত নেয়া হবে।বন্যাদূর্গত কিছু পরিবার আছে যারা কোনদিন কারও কাছে হাত পাতেনি বরং সেই পরিবারগুলো অনেক পরিবারকে সাহায্য করেছেন। কিন্তু তারা আজ সব হারিয়ে অসহায় তাই আপনারা কেউ ছবি তুলবেন না এবং ছবি পোষ্ট থেকে বিরত থাকবেন।
এমনই ভয়াবহ দিন যাচ্ছে তাদের তা হয়তবা আমরা উপলব্ধি করতে পারছিনা। অনেক শোনা যাচ্ছে বাবা অনেক চেষ্টার পরও ছোট ছোট মাসুম বাচ্চা গুলোকে বাঁচাতে পারেনি সেই বন্যার ভয়ংকর থাবা থেকে।এখন তাদের দুঃখের ভাগিদার হতে না পারলেও আমাদের এ সামান্য অনুদান যদি তাদের মলিন মুখে হাসি ফোটাতে পারে তাহলেই আমরা আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদের এ অনুদানের অর্থ পরিপূর্নতা লাভ করবে।
তিনি আরো জানান, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমান সরকারের সাথে সমাজের বিভিন্ন অনৈতিক কার্যকলাপ নির্মুলে কাজ করছেন এবং করে যাবেন। তারা ভবিষ্যতে জনগণের জন্য কাজ করে যাবেন বলে জানান।