ভারতের বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে ভয়াবহ বন্যার কারণে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। আজ সোমবার ব্যারেজের গেটগুলো খোলা হয়েছে, যার ফলে বাংলাদেশে একদিনে প্রবাহিত হবে প্রায় ১১ লাখ কিউসেক পানি। এই অতিরিক্ত পানির চাপের কারণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা এবং বাংলাদেশে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
ভারতীয় কর্তৃপক্ষের দাবি, বন্যা পরিস্থিতি এবং পাহাড়ি ঢলের বিষয়ে বাংলাদেশকে আগেভাগেই তথ্য সরবরাহ করা হয়েছে। তবে এই অতিরিক্ত পানির কারণে সীমান্তবর্তী অঞ্চলে বন্যার প্রকোপ বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে জানান, ব্যারেজ এলাকায় পানির স্তর বিপৎসীমার ৭৭.৩৪ মিটার ওপরে প্রবাহিত হচ্ছে, যা ব্যারেজের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। এ কারণে ১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে, যাতে পানির চাপ কমানো যায়।
পাণ্ডে আরও জানান, ফারাক্কা ব্যারেজের কর্তৃপক্ষ সর্বদা সতর্ক রয়েছে এবং প্রতিমুহূর্তে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় ব্যারেজের গেট খুলে দেওয়া হয়েছে, যাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা এড়ানো যায়। আপাতত, ফিডার ক্যানেলে ৪০ হাজার কিউসেক এবং ডাউনস্ট্রিমে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে।
এই পরিস্থিতিতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।