জসিনুর রহমান, নিলফামারী
জলঢাকায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগনের উপর বর্বরচিত ও নেক্কারজনক ভাবে হামলা এবং লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষক সমিতি কর্তৃক পূর্ব নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ক্লাশ বর্জন ও মানববন্ধন ঘোষিত কর্মসূচী স্থগিত করা হয়েছে। গতকাল ২৬শে আগষ্ট সোমবার দুপুরে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে প্রেস ব্রিফিংগের মাধ্যমে ঘোষিত কর্মসূচী স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষক সমিতির আহবায়ক সাইদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন টেংগোনমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান, আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন, জলঢাকা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, মালেকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জলঢাকা শাখার প্রধান সমন্বয়ক আহসান হাবীব রক্সি, সমন্বয়ক আব্দুল্লাহ্ আল নোমান নাহিদ, সাবাব, জিহাদ ও সাব্বির হোসেনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুলধারার কর্মীরা উপস্থিত ছিলেন। সূত্রমতে, বর্তমান দেশের বাস্তবিক প্রেক্ষাপটে একশ্রেণির সুবিধাবাদী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীর নাম ব্যবহার করে জলঢাকা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে প্রধান শিক্ষকদের উপর বর্বরচিত ও নেক্কারজনক ভাবে হামলা করে শিক্ষক সমাজের আত্মসম্মান বিনষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় গত ২৫শে আগষ্ট জলঢাকা শিক্ষক সমিতির নেতৃত্বে একটি বিক্ষোভ র্যালী পৌর শহরে প্রদর্শন করে প্রশাসনের নিকট বিষয়টি জোরালো ভাবে অবগত করেন এবং বিগত কর্মসূচী হিসাবে আগামী ২৭শে আগষ্ট থেকে জলঢাকা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ক্লাশ বর্জনসহ পৌর শহরে মানববন্ধন কর্মসূচির ডাক দেয়। কিন্তূ ঘোষিত কর্মসূচীর আগে আজ ২৬শে আগষ্ট সোমবার দুপুরে জলঢাকা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবীব রক্সি শিক্ষক সমিতির সভাপতি সহ নেতৃবৃন্দদের সঙ্গে একট গুরুত্বপূর্ণ বৈঠক করেন। উক্ত জরুরি বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আগামী দিনের ঘোষিত কর্মসূচী স্থগিত ঘোষনা করেন জলঢাকা উপজেলা শিক্ষক সমিতি। এ বিষয়ে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সাইদার রহমান গণমাধ্যমকে জানান, আমাদের ঘোষিত কর্মসূচীর বিদ্যামান পরিস্থিতিতে জলঢাকা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী নেতৃবৃন্দের সঙ্গে সন্তোষ জনক আলাপ হওয়ায় আমরা আমাদের ঘোষিত কর্মসূচী স্থগিত ঘোষনা করা হলো। এখন থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। অন্যদিকে এ বিষয়ে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবীব রক্সি বলেন, জলঢাকা উপজেলায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকদয় লাঞ্ছিতের স্বীকার হয়েছে সেখানে কোনরুপ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা অংশগ্রহণ করেনি। একশ্রেণির সুবিধাবাদী অরাজনৈতিক ব্যক্তিত্বরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীর নাম ব্যবহার করে এ সব অপকর্ম করছে এবং তারা যে অরাজকতা করছে সম্প্রতি আমরা তাদের চিহ্নিত করছি এবং এ সব দোষী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইন আনুক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট সহায়তা কামনা করা হবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news